কোঝিকোড়ে অবতরণ’র সময় পিছলে গিয়ে দু’টুকরো হল বিমান, আহত বহু

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অবতরণের সময় পিছলে গিয়ে দু’টুকরো হয়ে গেল এয়ার ইন্ডিয়ার বিমান। আজ শুক্রবার (০৭ আগষ্ট) রাত পৌনে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে ভারতের কেরলের কোঝিকোড়ের কারুপুর বিমানবন্দরে। প্রাথমিক ভাবে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ৪০ জন।

দুবাই থেকে কোঝিকোড় আসছিল এয়ার ইন্ডিয়ার এক্স ১৩৪৪ বিমানটি। বিমানে ১৮০ জন যাত্রী ছিলেন। কারুপুর বিমানবন্দরে নামার সময় চাকা পিছলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। ঘটনাস্থলে ২৪টি অ্যাম্বুল্যান্স এবং দমকলবাহিনী গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে।

এক বিবৃতিতে ডায়রেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে বিমানের চাকা পিছলে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। (সূত্র: আনন্দ বাজার)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.