বিটিসি স্পোর্টস ডেস্ক:একের পর এক অপ্রত্যাশিত সব ঘটনার সাক্ষী হচ্ছে কানাডিয়ান ওপেন। আগের দিন টুর্নামেন্টের শীর্ষ বাছাই কোকো গাউফ ক্যারিয়ারে সবচেয়ে বিব্রতকর হারের স্বাদ পাওয়ার পর, এবার অঘটনের শিকার হয়েছেন দ্বিতীয় বাছাই ইগা শিয়াওতেক। তাকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন ক্লারা তাউসেন।
গত উইম্বলডনসহ ছয়টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী শিয়াওতেক সোমবার শেষ ষোলোর এই ম্যাচে প্রথম সেটে বেশ লড়াই করলেও, পরে আর পারেননি। ৭-৬ (৭-১), ৬-৩ গেমে জিতে যান র্যাঙ্কিংয়ের ১৯ নম্বর তাউসেন।
রোববার শেষ ষোলোর ম্যাচেই র্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা ও দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী গাউফকে ৬২ মিনিটেই হারিয়ে দেন ১৮ বছর বয়সী ভিক্টোরিয়া এমবোকো। এছাড়া শেষ বত্রিশ থেকে ছিটকে গেছেন এখানে দু্বারের চ্যাম্পিয়ন ও র্যাঙ্কিংয়ের চার নম্বর জেসিকা পেগুলা এবং র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর মিরা আন্দ্রিভা।
দুর্দান্ত এই যাত্রায় ডেনমার্কের তাউসেন সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবেন বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ম্যাডিসন কির। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.