কে-৪’ পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরিকল্পনা ভারতের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার ঘোষণা দিয়েছে ভারত। সাবমেরিন থেকে ছুড়তে সক্ষম ‘কে-৪’ নামের পরমাণু ক্ষেপণাস্ত্রটি প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম।

আগামীকাল শুক্রবার ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে বলে ভারতের প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

কে-৪ ছাড়াও ভারতের হাতে পানি থেকে ছুড়তে সক্ষম ‘বিও-৫’ নামের আরও একটি ক্ষেপণাস্ত্র রয়েছে। যা ৭শ’ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

তবে ক্ষেপণাস্ত্রটি পূর্ণ নাকি স্বল্প কোন দূরত্বে নিক্ষেপ করা হবে তা এখনও পরিষ্কার নয়। তবে ভারত আপাতত দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে নিজেদের বিরত রাখছে।

গত মাসেই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কথা থাকলেও পরে তা পিছিয়ে দেওয়া হয়। ডিআরডিও আগামী কয়েক সপ্তাহে ‘অগ্নি-৩’ ও ব্রহ্মস ক্ষেপণাস্ত্রও পরীক্ষার করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.