কোটচাঁদপুর মেয়র প্রার্থী পরিবর্তনের দাবীতে বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় সরকার জন প্রতিনিধি মনোনয়ন বোর্ডের ঘোষিত মেয়র প্রার্থীতা পরিবর্তনের দাবীতে পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৯শে ডিসেম্বর) বিকালে কোটচাঁদপুর পৌর সভার মেইন বাজার পায়রা চত্বরে পৌর আহ্বায়ক কমিটির সদস্য নুরুন্নবী ইউসুফ (শান্তি) সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামিলীগের আহ্বায়ক পৌর মেয়র পদপ্রার্থী সহিদুজ্জামান সেলিম, পৌর আওয়ামিলীগের সদস্য নুরুল ইসলাম, আব্দুল আজিজ, সদস্য।
সাবেক ছাত্রলীগের সভাপতি প্রদীপ কুমার হালদার, যুবলীগ নেতা শেখ হেকিম, সাবেক সেচ্ছাসেকলীগের আহ্বায়ক আরিফ শেখ, সাবেক পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌর ছাত্রলীগ নেতা শেখ ফয়সাল, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শামিম  সহ আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্র লীগ, কৃষক লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও পৌর সভার সাধারন মানুষের একাংশ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে  নেতৃবৃন্দ আসন্ন কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামীলীগ ঘোষিত মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামিলীগে সাধারণ সম্পাদক শাহাজান আলীর নাম বাতিল করে প্রকৃত আওয়ামীলীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবী জানান।
বক্তারা বক্তব্যে বলেন, অতিতে কখনো কোন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের পক্ষে কাজ করেনি, সব সময় বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছে, আমরা কোটচাঁদপুর পৌর সভাকে ইউনিয়ন বানাতে চাই না। আট মাস আগের পৌরসভার ভোটার কোনো দিন মেয়র হতে পারে না। ইউনিয়নের ভোটার দিয়ে পৌরসভার ভোট হবে না। আমরা আশাকরি নিশ্চয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিষয়টি বিবেচনা করবেন। পৌর সভাবাসী ও সাধারণ  ভোটারদের দাবী সহিদুজ্জামান সেলিম কে নৌকা প্রতিক দেওয়া হোক।
এসময় নেতৃবৃন্দ আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী বিগত নির্বাচন গুলোতে বিদ্রোহী অনুপ্রবেশ কারী ও তাদের  সহযোগীদের দলীয় মনোনয়ন না দেওয়ার অঙ্গীকার করেছেন। সে আলোকেই অবিলম্বে নতুন প্রার্থী মনোনয়নের বিষয়টি পূণর্বিবেচনার দাবী জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.