খুলনা ব্যুরো: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের ‘জালিয়াতিপূর্ণ’ ফলাফল বাতিল করে হাত পাখা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণার দাবিতে আদালতে মামলা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত কেসিসি নির্বাচনের ফলাফল বাতিল করে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়ালকে বিজয়ী ঘোষণার দাবিতে এই মামলা দায়ের করা হয়।
রবিবার (১৮ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে খুলনার যুগ্ম জেলা জজ ১ম আদালত ও নির্বাচনী ট্রাইবুনালে মামলাটি দায়ের করা হয়। মামলা গ্রহণ করে আদালত আগামী ২৮ মে শুনানির তারিখ ধার্য করেছেন।
মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন চলাকালে হাতপাখা প্রতীকের এজেন্টদের বুথ থেকে মারধর করে বের করে দেওয়া হয় এবং সারা দিন জালিয়াতি ও আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়। এতে প্রকৃত ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেননি। ইসলামী আন্দোলনের দাবি, যদি অবাধ ও নিরপেক্ষ ভোট হতো, তবে তাদের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করতেন।
মামলায় বলা হয়, আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেককে ১,৫৪,৮২৫ ভোটে বিজয়ী ঘোষণা করা হলেও প্রকৃতপক্ষে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আউয়াল ছিলেন জনগণের রায়ের প্রকৃত বিজয়ী, যাকে মাত্র ৬০,০৬৪ ভোট দেখিয়ে দ্বিতীয় দেখানো হয়েছে।
সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা ২০২১-এর ৯১ নম্বর বিধির আওতায় ফলাফল বাতিল এবং প্রকৃত বিজয়ীকে ঘোষণার আবেদন জানানো হয়েছে। মামলার মাধ্যমে “জনতার রায়ের ওপর সংঘটিত জালিয়াতির বিচার” দাবি করা হয়েছে।
মামলা দায়েরের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও নগর শাখার বহু নেতাকর্মী আদালত চত্বরে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমীর ও মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, নগর সভাপতি মুফতি আমানুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি শেখ মোহা. নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, যুব, শ্রমিক ও ছাত্র শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.