কেসিসির ৫ মেয়রপ্রার্থী যেসব কেন্দ্রে ভোট দেবেন

 

খুলনা ব্যুরো : খুলনা সিটি করপোরেশন-কেসিসি নির্বাচনের মেয়র প্রার্থীরা নিজ এলাকার ভোটকেন্দ্রে ভোট দেবেন। আওয়ামী লীগ মনোনীত তালুকদার আব্দুল খালেক (নৌকা) ভোট দেবেন ২২ নম্বর ওয়ার্ডের পাইওনিয়ার বালিকা বিদ্যালয়ের ভোট কেন্দ্রে, বিএনপি মনোনীত নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ) ভোট দেবেন ২৭ নম্বর ওয়ার্ডের রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, জাতীয় পার্টি মনোনীত শফিকুর রহমান মুশফিক (লাঙল) ভোট দেবেন খুলনা আলিয়া মাদরাসা কেন্দ্রে, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা মুজ্জাম্মিল হক (হাত পাখা) ভোট দেবেন ১৮ নম্বর ওয়ার্ডের রেভা. পলস্ হাই স্কুল কেন্দ্রে এবং সিপিবি মনোনীত মো. মিজানুর রহমান বাবু (কাস্তে) ভোট দেবেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে।

মঙ্গলবার(১৫ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেসিসির ৩১টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ ও মহিলা ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.