কেরানীগঞ্জে ফলের কার্টুনে মিললো মাথাবিহীন খণ্ডিত মরদেহ

কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জে সড়কের পাশে পড়ে থাকা দুটি ফলের কার্টুন থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক ব্যক্তির (পুরুষ) মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জ মডেলথানাধীন শাক্তা ইউনিয়নের মালঞ্চ এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সামনে সড়কের পাশে পড়ে থাকা ফলের ওই কার্টুন কুকুর টানাহেঁচড়া করছিলো। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে, তারা পুলিশে খবর দেন। পরবর্তীতে পুলিশ ওই কার্টুনগুলো খুলে এক ব্যক্তির মরদেহের পাঁচটি টুকরো উদ্ধার করে।
মালঞ্চ এলাকার বাসিন্দা প্রমিতা রানি বলেন, প্রতিদিনের মতো আজ ভোর ৬টায় আমরা হাটতে বেড়িয়েছিলাম। তখন এই কার্টুন দুটো দেখতে পাই। তখন আমরা বুঝতে পারিনি এর মধ্যে লাশ আছে। পরে সকাল ১০টার দিকে লোকমুখে শুনতে পাই কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের পাশে ফলের কার্টুনে থাকা লাশের টুকরা নিয়ে কুকুর টানাহেঁচড়া করছে। পরে গিয়ে দেখি ওই কার্টুনে মানুষের শরীরের অংশ দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, এর আগে আমাদের এলাকায় এমন ঘটনা ঘটেনি। যে বা যারা একজন মানুষকে এমন নির্মমভাবে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করা হোক।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ সোহরাব আল হোসাইন বিটিসি নিউজকে বলেন, ফলের দুটি কার্টুনে পলিথিনে মোড়ানো অবস্থায় দুটি হাত, দুটি পা ও বুকের অংশ পাওয়া গেছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, লাশের মাথা এখনও পাওয়া যায়নি। সেটি খোঁজা হচ্ছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কেরানীগঞ্জ প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.