কেরাণীগঞ্জে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ, নিহত-১

কেরাণীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরাণীগঞ্জে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ইয়াসিন নামে এক শ্রমিক মারা গেছেন। আহত হয়েছে দু’জন।
শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় বনগ্রাম বড় মসজিদ এলাকায় ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কারখানায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ থেকে কেমিক্যালের ড্রাম নামানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইয়াসিন। তার বাড়ি বরিশালের মুলাদীতে। আহত দুই শ্রমিক রাব্বী ও বিপ্লবকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে রাব্বির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কেরাণীগঞ্জ প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.