কেন্দ্রীয় ছাত্রলীগকে জাবি উপাচার্যের চ্যালেঞ্জ

জাবি প্রতিনিধি:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে ‘শাখা ছাত্রলীগকে ১ কোটি ৬০ লাখ টাকা দেয়া হয়েছে’ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমন অভিযোগকে ‘মিথ্যা গল্প’ অ্যাখ্যা দিয়েছে জাবি উপাচার্য।

আজ শনিবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম রাব্বানীর তোলা অভিযোগের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন।

উপাচার্য নিজের বিরুদ্ধে দুর্নীতির এ অভিযোগের তদন্ত হওয়া প্রয়োজন বলেও মনে করেন।

উপাচার্য বিটিসি নিউজকে বলেন, ‘গত ৮ আগস্ট কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার বাসভবনে আলোচনার জন্য আসেন। আলোচনার এক পর্যায়ে তারা উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে চাঁদা দাবি করেছিলেন।’

উপাচার্য এই দাবি প্রত্যাখান করেছিলেন আর এতেই শোভন-রাব্বানী হতাশ হয়েছিলেন। সেকারণেই এখন তার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে বলে মনে করেন তিনি।
এছাড়া অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সেখানে শোভন-রাব্বানী গিয়ে প্রকল্পের ২-৩ টি টেন্ডারের সিডিউল দাবি করেছিল বলেও বিটিসি নিউজকে জানান তিনি।
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বরাবর লেখা এক চিঠিতে রাব্বানী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির প্রসঙ্গ টানেন। সেখানে রাব্বানী উল্লেখ করেন, ‘জাবি প্রশাসন (বিশ্ববিদ্যালয়) শাখা ছাত্রলীগকে এক কোটি ৬০ লাখ টাকা দিয়েছে।’

রাব্বানীর এমন বক্তব্যের প্রেক্ষিতে ক্যাম্পাসে নতুন করে আলোচনার সৃষ্টি হয়। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শাখা ছাত্রলীগ রাব্বানীর এ বক্তব্যকে মিথ্যা আখ্যায়িত করে পৃথক বিবৃতি দিয়েছে।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অপরিকল্পনার অভিযোগ তুলে আন্দোলনে নামেন শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।

উপাচার্য প্রকল্পের বরাদ্দ থেকে দুই কোটি টাকা জাবি শাখা ছাত্রলীগকে দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে এমন অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রেক্ষিতে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে তিন দফা দাবিতে আন্দোলন গড়ে তোলেন শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।

গত বৃহস্পতিবার আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে তিন দফার দুটি মেনে নেয় প্রশাসন। আর দুর্নীতির অভিযোগের তদন্তের বিষয়ে আইনি যাচাই-বাছাই শেষে বুধবার আবার বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে বলে বিটিসি নিউজকে জানায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জাবি প্রতিনিধি মো. ফারুক হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.