কেনিয়ায় বোমা বিস্ফোরণে নিহত-১০

বিটিসি আন্তর্জাতিক ডেস্ককেনিয়ার একটি রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে একটি গাড়ি বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন। ওই অঞ্চলের পুলিশ কমান্ডার জর্জ সেদা বলেন, বিস্ফোরণটি কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মান্দেরা শহরের বাইরে ঘটেছিল। শহরটি সোমালিয়া ও ইথিওপিয়া সীমান্তের কাছাকাছি।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এটা এখনো স্পষ্ট নয় যে ওই যানটিতে কতজন মানুষ ছিল। যানটি ট্যাক্সি কিংবা মিনিবাস ধরনের ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে। কারণ কয়েকজন গুরুতর আহত হয়েছিল।
পুলিশ ধারণা করছে, বিস্ফোরক দ্রব্যটি সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল শাবাব আগে থেকে পুঁতে রেখেছিল।
আল শাবাবের বিরুদ্ধে প্রায়ই বেসামরিক নাগরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার অভিযোগ ওঠে।
পুলিশের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়ে গেছে।
ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ড কেনিয়ায় সন্ত্রাসী হামলার সতর্কতা জারির একদিন পরেই এ ঘটনা ঘটল। দেশগুলো তাদের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
এদিকে কেনিয়া পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে।
কেনিয়ায় আল শাবাব, আল কায়েদা গোষ্ঠী প্রায়ই হামলা চালাচ্ছে। ২০১১ সালে দেশটি সোমালিয়ায় সেনা মোতায়েনের পর থেকে এ ধরনের পরিস্থিতিতে পড়ছে। (সূত্র: স্কাই নিউজ)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.