কেনিয়ার পার্লামেন্ট ভবনে আগুন, সড়কে হাজার হাজার মানুষ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ায় ট্যাক্স বাড়ানোর প্রতিবাদে রাজপথে নেমে এসেছেন হাজার হাজার মানুষ। তাদের তীব্র বিক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এখন পর্যন্ত অন্তত ১০ জন এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, কেনিয়ায় নতুন এক বিলে সাধারণ মানুষের করের হার বাড়ানোর কথা বলা হয়েছে। আর এতেই অসন্তোষ ছড়িয়ে পড়ে সারাদেশে। রাজধানী নাইরোবিতে রাজপথে নেমে আসে মানুষ। পার্লামেন্ট ভবনে আগুন দেওয়ারও ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টে ভবন প্রাঙ্গণেও প্রবেশ করে একটি অংশে আগুন দেয় বিক্ষোভকারীরা। নিজেদের বাঁচাতে ভবনের বেজমেন্টে আশ্রয় নিয়েছেন পার্লামেন্ট সদস্যরা। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী পার্লামেন্ট ভবন অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও গুলি চালায় পুলিশ। এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত জানা গেছে।আহত হয়েছেন আরও অনেকে।
গত সপ্তাহে বিলের কিছু বিষয়ে যদিও সংশোধন করা হয়েছে। তবে পুরো বিলই বাতিল চায় কেনিয়ার নাগরিকরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.