কেক তৈরীর ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, ক্ষতির পরিমাণ প্রায় পাঁচলক্ষ টাকা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার শেরপুরে হাসপাতাল রোডের ইসলামপুর এলাকায় আজ বুধবার (১১ই সেপ্টেম্বর) দুপুর ২ ঘটিকার দিকে দুই বোন হোম কেক ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন ভূক্তভোগী । গ্যাসের সিলিন্ডার থেকে সূত্রপাত হওয়া অগ্নিকান্ডের ফলে ৩টি রুম সহ ফ্যাক্টরিতে থাকা কাঁচামাল আগুনে পুড়ে যায়।
শেরপুর ফায়ার সার্ভিস কর্মী বিটিসি নিউজকে জানান, অগ্নিকান্ড ঘটার সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে চলে আসি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ফলে ফ্যাক্টরির আগুন আশেপাশে ছড়িয়ে পড়তে পারেনি।
এ ঘটনায় শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন বিটিসি নিউজকে জানান, ফ্যাক্টরির ভেতর মজুদকৃত কাঁচামালের উপর টিন খুলে পড়ার কারণে প্রচন্ড ধোঁয়ায় আগুন নেভাতে অনেকটা সমস্যার সৃষ্টি হয়। তবে এ অগ্নিকান্ডের ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি কিন্তু  ফ্যাক্টরির প্রোপাইটর নাজমুল হক আগুন নেভাতে গিয়ে আগুনের তাপে তার শরীরের কয়েকটি স্থান ঝলসে যায়। সে শেরপুর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ।
দুই বোন হোম কেক ফ্যাক্টরির প্রোপাইটর নাজমুল হক বিটিসি নিউজকে বলেন, গ্যাস সিলিন্ডারের পাইপ দূর্বল থাকার কারনে এ দূর্ঘটনা ঘটে। তিনি আরও বলেন, ফ্যাক্টরিতে অগ্নিকান্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর শেরপুর (বগুড়া) প্রতিনিধি সনাতন সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.