কেএমপি এর ৮ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি, সময় ২৪ ঘন্টা 

খুলনা ব্যুরো: খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ৮ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা ২৪ ঘন্টা সময় বেধে দিয়েছে। তাদের বিরুদ্ধে আন্দোলন চলাকালে নিরীহ ছাত্রদের ওপর নির্বিচারে গুলি, লাঠিচার্জসহ নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় কেএমপি সদর দপ্তরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে এক মত বিনিময় সভায় পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হকের কাছে এই তালিকা দিয়ে আসেন।
তালিকাভুক্ত কর্মকর্তারা হলেন- খুলনা সদর জোনের সহকারী কমিশনার গোপীনাথ কানজিলাল, সদর থানার ওসি কামাল হোসেন খান, ওসি (তদন্ত) নিমাই চন্দ্র, এস আই রাকিব হোসেন ও সুকান্ত দাশ, এএসআই পলক এবং কনস্টেবল মাসুদ। এছাড়া হরিণটানা থানার ওসি মনিরুল ইসলামের নামও রয়েছে তালিকায়।
কেএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.