কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি : তারেক রহমান

ঢাকা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ধর্মীয় পরিচয়ে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি।’
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান উল্লেখ করেন, ‘কে মুসলমান, কে বৌদ্ধ, কে হিন্দু, মুক্তিযুদ্ধের সময় এমন জিজ্ঞাসা কিন্তু ছিল না।’
‘গত ১৫ বছরে ভিন্ন সম্প্রদায়ের ওপর হামলার কোনও বিচার হয়নি। রামু বৌদ্ধ মন্দির, ব্রাহ্মণবাড়িয়া, নাছিরনগরে হামলার তদন্ত ও বিচার কেন হলো না’ বলে প্রশ্ন রাখেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনও পরিস্থিতিই ছিল না। আমি মনে করি, ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ। কোনও কারণ নেই। হাতে গোনা দুয়েকটা ব্যতিক্রম ছাড়া সংখ্যালঘুকেন্দ্রিক হামলা ধর্মীয়ভাবে ঘটেনি।’
তিনি মত দেন, ‘যদিও আমরা দেখি, অবৈধ লুট করতে বা রাজনৈতিক অভিসন্ধি উদ্ধারে অধিকাংশ হামলাই দুর্বলের ওপর সবলের হামলা।’
বক্তব্যে তারেক রহমান উল্লেখ করেন, ‘মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খিস্টান-আমরা কিন্তু একইসঙ্গে থেকে, পাশাপাশি থেকে বড় হয়ে থাকি।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরাসহ অতিথিরা অনুষ্ঠানে ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: মাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.