কেইনের অভিষেকে বায়ার্নকে বিধ্বস্ত করে শিরোপা জিতল লাইপজিগ

বিটিসি স্পোর্টস ডেস্ক: অনেক নাটকের পর টটেনহ্যাম হটস্পার ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিলেন হ্যারি কেইন। তবে জার্মান দলটির হয়ে অভিষেক একেবারেই সুখকর হলো না এই ইংলিশ তারকার। কেননা বায়ার্নকে ৩-০ গোলে উড়িয়ে প্রথমবারের মতো জার্মান সুপার কাপের শিরোপা ঘরে তোলে লাইপজিগ।
আগের মৌসুমের বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন ও জার্মান কাপ জয়ীর মধ্যে নতুন মৌসুমের শুরুতে হয় এক ম্যাচের এই প্রতিযোগিতাটি।
শনিবার রাতে ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় খেলতে নামে বায়ার্ন। তবে হ্যাটট্রিক করে লাইপজিগকে দারুণ জয় এনে দেন স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমো।
এদিন খেলার তৃতীয় মিনিটেই লাইপজিগক এগিয়ে নেন ওলমো। এরপর বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৬৪তম মিনিটে বদলি নামেন কেইন। এর চার মিনিট পরই সফল স্পট-কিকে হ্যাটট্রিক পূরণ করেন ওলমো। তাতে বায়ার্নের ঘুরে দাঁড়ানোর আশাও প্রায় শেষ হয়ে যায়।
আগামী শুক্রবার ভার্ডার ব্রেমেনের বিপক্ষে ম্যাচ দিয়ে বুন্ডেসলিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বায়ার্ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.