কৃষি প্রণোদনা পাচ্ছে নাটোর সদর উপজেলার ৩ হাজার ৭০০ কৃষক


নাটোর প্রতিনিধি: অর্থকরি ফসল চাষে উৎসাহিত করতে নাটোরে কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি প্রনোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (০৮ নভেম্বর) দুপুরে নাটোর সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মধ্যে প্রনোদনার সার ও বীজ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন।
এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল­াহ আল সাকিব বাকি সহ কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবারে রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় নাটোর পৌরসভা এবং সদর উপজেলার ৭টি ইউনিয়নের মোট ৩ হাজার ৭০০ কৃষককে বিানমূল্যে গম, ভুট্টা, সরিষা, পেঁয়াজ, মসুর সহ সাত ধরনের অর্থকরি ফসলের বীজ ও সার দেওয়া হচ্ছে। প্রতিটি কৃষক বীজের পাশাপাশি ১০কেজি পিএপি এবং ১০কেজি এমওপি সার পাচ্ছেন।
এবারে রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় নাটোর পৌরসভা এবং সদর উপজেলার ৭টি ইউনিয়নের মোট ৩ হাজার ৭০০ কৃষককে বিানমূল্যে গম, ভুট্টা, সরিষা, পেঁয়াজ, মসুর সহ সাত ধরনের অর্থকরি ফসলের বীজ ও সার দেওয়া হচ্ছে। প্রতিটি কৃষক বীজের পাশাপাশি ১০কেজি পিএপি এবং ১০ কেজি এমওপি সার পাচ্ছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.