কৃষি আইন বাতিল বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কলকাতা (ভারত) প্রতিনিধি: গুরুনানকের জন্মদিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি আইন বাতিল বলে ঘোষণা করলেন।
বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে যে,দিল্লিতে বিগত কয়েক মাস ধরে কৃষি আইনের বিরুদ্ধে যে লাগাতার আন্দোলন চলছিল, গতকাল শুক্রবার (১৯ নভেম্বর) বাতিল বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।
তিনটি নতুন কৃষক আইন নিয়ে দেশজুড়ে আন্দোলন চলছিল। আন্দোলনরত কিছু কৃষকের মৃত্যুও পর্যন্ত হয়েছে।
সমাজের বিভিন্ন স্তর থেকে সরকারের কাছে আবেদন নিবেদন করে এমনকি দেশের শীর্ষ আদালতের কোনও পর্যবেক্ষণেও এতদিন কোনও সরকারের প্রতিক্রিয়া ছিল না। উল্টে সরকার তাদের সিদ্ধান্তে অটল ছিল।
গতকাল শুক্রবার (১৯ নভেম্বর) জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী এই ঐতিহাসিক ঘোষণা করলেন।
কৃষক সংগঠনের নেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন, এখুনি আন্দোলন প্রত্যাহার করা হবে না। যতক্ষণ না সংসদে বিল পেশ করে এই কালা কৃষক আইন রদ হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শুধু এই আইন বাতিলের কথা না বলে কৃষকদের কাছে ক্ষমাও চেয়েছেন এবং তাঁর ভাষণে বলেন, আমাদের বোঝার কোন জায়গায় ভুল হয়ে গিয়েছিল। তিনি কৃষকদের অবিলম্বে আন্দোলন ছেড়ে দিয়ে কৃষিতে ফিরে যেতে বলেন।
এদিকে বিরোধীরা একে অপরকে টেক্কা দিয়ে বিবৃতি দিতে ময়দানে নেমে পড়েছেন।
প্রিয়ঙ্কা গান্ধী বলেন ,মোদীর অহংকারে ছেদ পড়ল।
রাহুল গান্ধীর বক্তব্য, মোদীজী এতদিন কৃষকদের ভবিষ্যত নিয়ে খেলা করলেন। কৃষক ছাড়া দেশ বাঁচবে না।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত আন্দোলনরত কৃষকদের বিপ্লবি অভিনন্দন জানিয়েছেন। কংগ্রেসের অধীর চৌধুরী বলেন, অনেক দেরী হয়ে গেছে। এই জয় সমগ্র দেশবাসীর।
এছাড়াও বহু রাজনৈতিক নেতা ও বুদ্ধিজীবীরা কৃষকদের অভিনন্দন জানিয়ে বার্তা পাঠাচ্ছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.