কৃষক পর্যায়ে ধান কেনার বিষয়ে এখনো কোন চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি : খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, আগামী ইরি-ব্যুরো মৌসুমে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক পর্যায়ে ধান কেনার বিষয়ে এখনো কোন চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে সরকার ধান-চালের দাম বেঁধে দিয়েছেন। মিলাররা যদি সরকারি দরে ধান কিনে এবং গুদামে চাল সরবরাহ করে তাহলে বাজারে কোন প্রভাব পড়বেনা। এতে ভোক্তাদেরও কোন সমস্যা হবেনা। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় নওগাঁর পত্নী তলা উপজেলার নজিপুর খাদ্য গুদাম পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরো বলেন, আমাদের দেশে খাদ্য শস্য রাখার জন্য যে পর্যাপ্ত জায়গার প্রয়োজন তা নেই। বর্তমানে প্রায় ২১ লাখ মেট্রিক টন ধারন ক্ষমতার জায়গা আছে। এটা বৃদ্ধি না হওয়া পর্যন্ত কোন পদক্ষেপ নেয়া সম্ভব না। কৃষকের কাছ থেকে ধান কেনার পর চাল বের (ক্র্যাশিং) করাও একটা ঝামেলা। ধান থেকে চাল করার করতে যে লোকসান হয় এতে চালের দাম বৃদ্ধি পায়। যার কারণে সরকার ধান-চালের দাম বেঁধে দিয়েছেন। যে নীতিমালা তৈরী করা আছে সেটাকে আমরা কঠোর ভাবে দেখব। এছাড়া প্রতিটি জেলায় জেলা প্রশাসকদের প্রধান করে একটা করে তদারকি টিম গঠন করা হয়েছে। ঢাকাতেও এরকম টিম গঠন করা হয়েছে। সেই অভিযান চলছে।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, সাপাহার-পোরশা ও নিয়ামতপুর বরেন্দ্র এলাকা। এসব এলাকায় গত কয়েক বছর থেকে আমের ব্যাপক উৎপাদন হচ্ছে। আম সংরক্ষনাগার তৈরীর জন্য দীর্ঘদিন থেকে কাজ করছি। আসলে আম সংরক্ষনাগার তৈরী করে কোন লাভ হবেনা। আম একটি পচনশলী পন্য। তবে আম থেকে জুস তৈরীর কোন উক্তোগতা যদি থাকে, তাহলে আমরা সরকারী ভাবে যতটুকু প্রয়োজন তাকে সহযোগীতা করব। ভেজালমুক্ত পুষ্টিকর খাবার তৈরী করতে আমরা কাজ করছি।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন, পত্নীতলা উপজেলা নিবার্হী কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম আরমান আলী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, পত্নী তলা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল গাফ্ফার, নজিপুর পৌরসভা মেয়র রেজাউল করীম চৌধুরী, সাবেক কাউন্সিলর লিটন, পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান আনারুল ইসলামসহ জেলা ও উপজেলা আ’লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে খাদ্যগুদাম চত্বরে একটি আম গাছের চারা রোপন করেন খাদ্যমন্ত্রী।

বিকেলে খাদ্যমন্ত্রী পোরশা উপজেলার নিতপুর খাদ্য গুদাম পরিদর্শন করেন এবং সরাইগাছীতে আওয়ামীলীগের সংবর্ধনায় যোগদেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.