কৃষকের বাড়ি, গরু, ছাগল ভষ্মিভূত: বাগমারায় আগুনে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বুধবার দিবাগত রাতে আগুনে উপজেলার ছোট মাধাইমুড়ি গ্রামের আব্দুস সামাদ নামের এক কৃষকের বাড়ি, গরু, ছাগল ভষ্মিভূত হয়ে গেছে। এতে বাড়ির গরু-ছাগলসহ মালামাল পুড়ে পরিবারটি নিঃশ্ব হয়ে পড়েছেন।
এসময় গরু-ছাগল উদ্ধার করতে গিয়ে গৃহকর্তার ছেলে আব্দুল মান্নান (৩৫) অগ্নিদগ্ধ হয়েছেন। তাকে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার ঝিকরা ইউনিয়নের ছোট মাধাইমুড়ি গ্রামের কৃষক আব্দুস সামাদ ও তার পরিবারের সদস্যরা বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে হঠাৎ আগুনের লেলিহান দেখতে পান। ঘুম থেকে উঠেই পরিবারের লোকজন চিৎকার শুরু করে। ততক্ষনে আগুন গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির ভেতরে থেকে আগুন আগুন চিৎকার করতে থাকে তারা। পরে আশপাশের বাড়ির লোকজন টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
এ সময় গৃহকর্তার ছেলে আব্দুল মান্নান গোয়াল ঘরে থাকা গরু-ছাগল ছুটাতে গিয়ে আহত হন। খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছান বাগমারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে তার আগে স্থানীয়দের প্রচেষ্টায় আশে পাশের মটর লাইন হতে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বর্ষা মওসুমে বাড়ির আশে পাশে প্রচুর পানি পাওয়ায় স্থানীয় লোকজন আগুন নিভাতে সক্ষম হয়েছে। তড়িৎ আগুন নিভানো না গেলে ওই বাড়ির আশে পাশে থাকা সব বাড়ি পুড়ে যেতে বলে স্থানীয় মেম্বর আব্দুল মানিক দাবি করেন। এতে করেও ততক্ষণে গোয়াল ঘরে থাকা দুইটি গরু ও চারটি ছাগল সহ অনেক স্থাপনার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এ ব্যাপারে বাড়ির গৃহ কর্তার ছেলে আব্দুল মান্নান বিটিসি নিউজকে জানান, তার বাড়িতে শত্রু করে পূর্ব পরিকল্পিত ভাবে আগুন দেয়া হয়েছে। আগুনে তার ১০/১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে বলে তিনি জানিয়েছেন। এ ব্যাপারে তিনি আইনি সহায়তা চাইবেন বলে জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.