কৃত্রিম বৃষ্টিতে ভাসল শহর : স্বস্তি পেল শহরবাসী

(কৃত্রিম বৃষ্টিতে ভাসল শহর : স্বস্তি পেল শহরবাসী–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: প্রচণ্ড গরমের হাঁসফাঁস অবস্থায় অনেকেই মনে হয় একটু বৃষ্টি হলে বেশ হতো। তবে চাইলেই তো শহরজুড়ে বৃষ্টি নামানো যায় না। কিন্তু বিজ্ঞানের জাদুর কাঠির ছোঁয়ায় কৃত্রিম বৃষ্টিতেই স্বস্তি পেল শহরবাসী।
না, কোনো কল্পকাহিনী নয়, বাস্তবেই প্রচণ্ড গরম কমাতে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইতে নামানো হয়েছে কৃত্রিম বৃষ্টি।
সেখানকার তাপমাত্রার পারদ ছাড়িয়ে গিয়েছিল ৫০ ডিগ্রি সেলসিয়াসে। গরমে নাজেরহাল শহরবাসীকে স্বস্তি দিতে ড্রোন প্রযুক্তির সাহায্যে নামানো হয়েছে কৃত্রিম বৃষ্টি।
ড্রোনের সাহায্যে আকাশে তৈরি করা হয়েছে মেঘ, যাকে বিজ্ঞানীরা বলছেন মেঘ বপন পদ্ধতি। সেই মেঘের মধ্যে ইলেকট্রিক্যাল চার্জ দিয়ে নামানো হয়েছে বৃষ্টি।
বিষয়টি আগে থেকেই জানিয়ে দেওয়ায় বৃষ্টিতে ভিজে নাকাল হতে হয়নি দুবাইবাসীকে। বরং প্রচণ্ড গরমের পর স্বস্তির বৃষ্টি উপভোগ করেছেন তারা। এর আগে যুক্তরাষ্ট্রেও কৃত্রিম বৃষ্টি নামানো হয়েছিল।
কৃত্রিম বৃষ্টি বিশ্বের খরার সমস্যা দূর করতে পারবে কী না সেটাই এখন বিজ্ঞানীদের গবেষণার বিষয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.