BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ চালু

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ চালু

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: বাংলা ভাষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ভিত্তিক প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই (kagoj.ai) এবং নতুন বাংলা ফন্ট ‘জুলাই’ চালু করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব প্রযুক্তিনির্ভর এ দুটি সেবা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, ‘কাগজ ডট এআই’ বাংলা ভাষাভিত্তিক লেখালেখি, দাপ্তরিক নথি প্রস্তুত, ভাষা প্রক্রিয়াকরণ ও কনটেন্ট তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করবে।

অন্যদিকে নতুন বাংলা ফন্ট ‘জুলাই’ দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে, যা কম্পিউটারনির্ভর বাংলা লেখার ক্ষেত্রে বিদ্যমান নানা সীমাবদ্ধতা দূর করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আমাদের যে লাইব্রেরি আছে, তার বইগুলোর লেখা সার্চেবল না। আমাদের বইয়ের যে জ্ঞান আছে, তা পুনরুৎপাদন করতে ডিজিটাল ফরমেটে নিয়ে আসতে হবে। যেমন- কোনো কিছু লিখিতভাবে দিয়ে দেওয়া হলে সেটিকে ডিজিটালি রূপান্তর করতে বেশ সময় ও শ্রমঘণ্টার অপচয় হয়। এই প্রকল্পের বাংলা ওসিআরের মাধ্যমে এ ধরনের সমস্যার সমাধান করা হয়েছে। লেখালিখিতে সময় ও শ্রমঘণ্টা বাঁচাতে কাগজ ডট এই প্ল্যাটফর্মে স্পিচ টু টেক্সট, টেক্সট টু স্পিচ সুবিধা রয়েছে।

তিনি বলেন, বিগত সরকারের আমলে ব্যক্তিকেন্দ্রিক নির্ভরশীলতা ও সীমাবদ্ধতা গড়ে উঠেছিল বিজয় ফন্টের মাধ্যমে। এটাকে অতিক্রম করে অভ্র যে যাত্রা শুরু করেছিল তা গতিময় করেছে এই প্রকল্প। এই প্রকল্প নিয়ে এসেছে জুলাই বাংলা ফন্ট। এই ফন্ট বাংলা ও ইংরেজি হরফের উচ্চতায় সামঞ্জস্যতা ও লাইন স্পেসিং মেনে তৈরি।

তিনি বলেন, দেশে তৈরি মোবাইল হ্যান্ডসেটে আগামী এক বছরের ভেতরেই তাদের প্রোডাক্টে এ সুবিধা সমন্বয় করবে। এছাড়া এই প্রকল্পে দেশের প্রচলিত প্রায় ৪০টি নৃতাত্ত্বিক ভাষা এতে যুক্ত হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম ইবিএলআইসিটির প্রকল্প পরিচালক মাহবুব করিম প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: আমিনুল ইসলাম শিকদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চেয়ারপার্সন উপদেস্টা এএসএম আম হালিমের নেতৃত্বে ইসলামপুরে বিজয় মিছিল দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা জামালপুরে ডেভিল হান্টে ১৭ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার ইসলামপুরে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত সান্তাহারে যুবদল অফিসে হামলা মামলায় নিষিদ্ধ আওয়ামীলীগের দুইজন গ্রেপ্তার আদমদীঘিতে শ্রমিকদের সাথে মতবিনিময় রাজশাহীতে রাতের আঁধারে আমবাগানে দুর্বৃত্তদের তাণ্ডব, কেটে ফেলা হলো ১১৭টি আমগাছ ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ ভেনেজুয়েলা ছেড়ে যাওয়া ও প্রবেশকারী সব তেল ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের সীমান্তে সংঘর্ষ চলছেই: থাইল্যান্ডের ১৯ জন নিহত, কম্বোডিয়ার নিহত-১৭