কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ইউপি চেয়ারম্যান

পঞ্চগড় প্রতিনিধি: এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান।
বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে ইউনিয়নের বিভিন্ন এলাকার মোট ২৪ জন কৃতি শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয়া হয়।
উপস্থিত ছিলেন- সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামাণিক, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার সাফফাত বিন শাহ, টুনিরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক, কামাতকুঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউদ্দিন, ইউপি সচিব খলিলুর রহমান মামুন প্রমূখ।
এসময় চেয়ারম্যানের পক্ষ হতে প্রত্যেককে তার লেখা কবিতার বই, ক্রেস্ট এবং ডায়েরি উপহার দেয়া হয়।
এসময় তোফায়েল প্রধান বলেন, আমি চাই আমার ইউনিয়নের মেধাবীরা ভালো জায়গায় পৌঁছে এলাকার নাম উজ্জল করুক।
বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামাণিক বলেন, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শিক্ষাবান্ধব এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। প্রত্যেক ইউপি চেয়ারম্যানকেই এমন অনুপ্রেরণামূলক আয়োজন করা উচিত।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.