কুয়েটের সিই বিভাগে পোস্ট সেল্ফ এসেসমেন্ট ইমপ্রুভমেন্ট প্লান” শীর্ষক ওয়ার্কশপ

খুলনা ব্যুরো : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে “ওয়ার্কশপ ৩: পোস্ট সেল্ফ এসেসমেন্ট ইমপ্রুভমেন্ট প্লান” অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিই বিভাগের সেল্ফ এ্যাসেসমেন্ট কমিটির আয়োজনে ওয়ার্কশপটি রবিবার সিই বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথির বক্তৃতা করেন সিই অনুষদের ডীন প্রফেসর ড. কাজী হামিদুল বারী, সিই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. কে এম আজহারুল হাসান।

অনুষ্ঠানের সভাপতিত্ব, স্বাগত বক্তৃতা ও টেকনিক্যাল সেশন পরিচালনা করেন সিই বিভাগের সেল্ফ এ্যাসেসমেন্ট কমিটির চেয়ারম্যান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মোঃ মঞ্জুর হোসেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করেন সিই বিভাগের সেল্ফ এ্যাসেসমেন্ট কমিটির সদস্য ড. মুহাম্মাদ হারুনুর রশীদ। ওয়ার্কশপে সিই বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.