কুয়াকাটা সাগরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি: আজ শুক্রবার বেলা ১২টায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে গোসল করতে নেমে আলী আকবর (২০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত আলী আকবর পিরোজপুর জেলার ভাইজোড়া গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে।

স্থানীয়দের সহায়াতায় প্রায় আধাঘণ্টা পর কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ আলী আকবরের মরদেহ উদ্ধার করে।

কুয়াকাটা টুরিস্ট পুলিশের পরিদর্শক মো. খলিলুর রহমান বিটিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বিটিসি নিউজকে জানান, পিরোজপুর থেকে আজ শুক্রবার সকালে ৭০ জন পর্যটক কুয়াকাটায় পিকনিকে আসেন। বেলা সাড়ে ১২টার দিকে আলী আকবরসহ তার সঙ্গীরা সাগরে গোসল করতে নামেন। জোয়ারের টানে আলী আকবর ও সুজন ভেসে যান। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা সুজনকে তাৎক্ষণিক উদ্ধার করতে পারলেও সাগরে ভেসে যান আলী আকবর।

প্রায় আধাঘণ্টা পর কুয়াকাটার পশ্চিম সৈকত থেকে আলী আকবরকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই সময় সাগরে গোসল করতে গিয়ে পিরোজপুরের মো. সুজন (২২) এবং গাজীপুরের আসমা আক্তার অসুস্থ্য হয়ে পড়েন। তাদের উদ্ধার করে কুয়াকাটার তুলাতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই হাসপাতালের চিকিৎসক মো. বেল্লাল হোসেন বিটিসি নিউজকে জানান, বর্তমানে তারা আশঙ্কামুক্ত। তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.