কুড়িয়ে পাওয়া তিন লাখ টাকা মালিককে না পেয়ে ভ্যানচালক তুলে দিলেন বণিক সমিতির হাতে

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে কুড়িয়ে পাওয়া ৩,০০০০০/- (তিন লাখ) টাকার প্রকৃত মালিককে না পেয়ে ভ্যানচালক নাহিদ হোসেন (২৪), তুলে দিলেন বণিক সমিতির হাতে। এ ঘটনায় এলাকায় সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ভ্যানচালক নাহিদ হোসেন।

আজ শুক্রবার (১৯ জুন) ২০২০ ইং বেলা ২টার দিকে উপজেলার বানেশ্বর হাটের ঢাকা-রাজশাহী মহাসকের পার্শ্বে পড়ে থাকা কাপড়ে মোড়ানো ব্যাগে সে টাকাগুলি কুড়িয়ে পায়। ভ্যানচালক নাহিদ হোসেন উপজেলার বানেশ্বর ইউনিয়নের চিতপুকুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।

নাহিদ হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আজ শুক্রবার দুপুরে বানেশ্বর বাজারের সড়কের উপর ব্যাগে মোড়ানো তিন লাখ টাকা কুড়িয়ে পায়। সে সময় টাকা গুলির প্রকৃত মালিক না পেয়ে পুঠিয়া থানা পুলিশের উপস্থিতিতে বানেশ্বর বণিক সমিতির অফিসের বানেশ্বর হাট ইজাদার ওসামান আলীর হাতে টাকাগুলি তুলে দিই। প্রকৃত মালিকে না পেয়ে টাকাগুলি আমার কাছে রাখা নিরাপদ মনে করিনি। তাই ইজাদারের হাতে টাকাগুলি তুলে দিয়েছি।

এ বিষয়ে বানেশ্বর হাটের ইজাদার মোঃ ওসমান আলী বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ভ্যনচালক নাহিদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। সে যখন টাকাগুলি পায় সেই সময় তাকে কেউ দেখেনি। টাকাগুলি সে নিয়ে নিতে পারতো কিন্তু সে তা করেনি।

প্রকৃত মালিকের হাতে টাকগুলি তুলে দেওয়ার জন্য আমাদের কাছে দিয়েছে। প্রকৃত মালিকে পাওয়া গেলে সবার উপস্থিতিতে টাকাগুলির তার হাতে তুলে দেওয়া হবে। প্রকৃত মালিককে না পাওয়া গেলে টাকাগুলি সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.