কুড়িগ্রামে বিপুল পরিমাণ ইয়াবা-এস্কাপ সিরাপ উদ্ধার সহ গ্রেফতার-১

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে পৃথক ২টি অভিযানে ভারত থেকে পাচার করে আনা ২ হাজার ৮৮৫ পিস ইয়াবা এবং ৪০ বোতল এস্কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেফতার করা হয়েছে এক মাদক ব্যবসায়ীকে।
গতকাল মঙ্গলবার (০৬ এপ্রিল) ভোররাতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং রৌমারী থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে।

এর মধ্যে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের রতনপুর গ্রামে ২ হাজার ৮৮৫ পিস ইয়াবা ফেলে পালিয়েছে সুমন মিয়া (৩৭) নামের এক মাদক ব্যবসায়ী। ফলে ইয়াবাগুলো উদ্ধার করলেও ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এনএসআইয়ের সহকারী পরিচালক মহসিনুজ্জামান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র সুমন মিয়ার বাড়িতে পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। এ সময় সুমন মিয়া পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে তার বসতঘর থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৫টি কালো রঙের বায়ুরোধী প্যাকেটে ২ হাজার ৮৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, পলাতক সুমন মিয়াকে আসামি করে এসআই তৌহিদুর রহমান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে পৃথক অভিযানে ফুলবাড়ী উপজেলায় অন্তর্ভুক্ত সদ্য বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার ছোট কামাত টঙ্কারমোড় থেকে শিমুলতলা বাজারের দিকে অটোরিকশায় যাওয়ার পথে ৪০ বোতল এস্কাপ সিরাপসহ হাফিজুল ইসলামকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। সে একই উপজেলার পূর্ব ধর্মপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র বলে জানা গেছে।

গ্রেফতারকৃত হাফিজুল ইসলামকে আজ বুধবার (০৭ এপ্রিল) আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায়।

তিনি আরও জানান, এ ঘটনায় এসআই প্রভাত চন্দ্র রায় বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। এ ছাড়া একটি মোবাইল ও মাদকদ্রব্য বহনকারী অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.