কুড়িগ্রামে ধরলা সেতু থেকে লাফ দিয়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শেখ হাসিনা ধরলা সেতু থেকে লাফ দিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ওই যুবকের নাম জোবায়ের আলম জয় (২৫)। সে উপজেলার চন্দ্রখানা গ্রামের কলেজ টারী এলাকার আমির হোসেন মাস্টারের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে সে মাদকাসক্ত ছিল। আজ রবিবার (০২ আগস্ট ২০২০) দুপুরে সে শেখ হাসিনা ধরলা সেতুতে গিয়ে সেতু থেকে নদীতে লাফ দেয়। স্থানীয়রা জানতে পারলে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। এবং নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন আসার পর স্থানীয়রা সহ ২ ঘন্টা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, জোবায়ের আলম জয় নামের একজন মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন যুবক শেখ হাসিনা ধরলা সেতু থেকে লাফ দিয়ে মৃত্যুবরন করেছেন। নিহতের মরদেহ ফুলবাড়ী হাসপাতালে রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.