কুড়িগ্রামে গত ৪৮ ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্ত ৫৫ জন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে গত ৪৮ ঘন্টার ব্যবধানে নতুন করে আরও ৫৫ জন করোনা ভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় রংপুর পিসিআর ল্যাব থেকে পাওয়া ফলোআপ রিপোর্টসহ ২৫ টি ফলাফলের মধ্যে ৬ জনের নমুনার রেজাল্ট পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে উলিপুরে ২ জন এবং চিলমারী উপজেলায় ৪ জন রয়েছে।

এছাড়াও আজ শনিবার সকালে “ইনস্টিটিউট অব এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ ‘(আইইডিসিআর) থেকে নতুন আরও ৪৯ জনের পজেটিভ ফলাফল আসে। এদের মধ্যে চিলমারী উপজেলায় ১৩ জন, উলিপুর উপজেলায় ৩ জন, কুড়িগ্রাম সদর উপজেলায় ১১ জন, জেনারেল হাসপাতালে ২ জন, নাগেশ্বরী উপজেলায় ৫ জন, ভুরুঙ্গামারী উপজেলায় ২ জন, ফুলবাড়ী উপজেলায় ৪ জন, রাজীপুর উপজেলায় ৪ জন, রাজারহাট উপজেলায় ১জন এবং রৌমারী উপজেলায় ৪ জন রয়েছে।

এনিয়ে জেলায় করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ২০৬ জন। এদের মধ্যে চিলমারী উপজেলায় ১ জন ও সদর উপজেলায় ১ জন মোট ২ জন মারা গেছেন। সদর উপজেলার রেজেষ্ট্রি পাড়া গ্রামের মনির হোসেনের স্ত্রী সাহেরা খাতুন গত ২৯ জুন মারা যান। মৃত্যুর পর তার নমুনার পজেটিভ রেজাল্ট শনিবার আসে।

সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান ২ দিনে নতুন ৫৫ জন আক্রান্তের তথ্য বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করে জানান, জেলায় এখন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০৬ জন হলো। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১১৬ জন। মারা গেছেন ২ জন। হোম আইসোলশনে রয়েছেন ৮৮ জন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.