কুড়িগ্রামে কবি-সাহিত্যকদের পত্রিকার মোড়ক উম্মোচন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়িতে কবি-সাহিত্যকদের মিলনমেলা, আলোচনাসভা, আবৃত্তি, সাহিত্য পত্রিকার মোড়ক উম্মোচন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ধরলা তীরের কাশফুল-সাহিত্য পত্রিকার আয়োজনে গতকাল বুধবার বিকাল ৪টায় উপজেলার কবি বাড়িতে এ অনুষ্ঠান হয়। ধরলা তীরের কাশফুল সাহিত্য পাতার প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও গীতিকার আজিজুল হাকিম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাওডাঙ্গা স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কবি ও গল্পকার আব্দুল হানিফ সরকার, বিশেষ অতিথি বিশিষ্ট আবৃত্তিকার, কবি ও কলামিস্ট মুহাম্মদ রফিকুল ইসলাম, সাহিত্যপত্রিকা ‘অরূণিমা’র প্রতিষ্ঠাতা সভাপতি কবি হাসান পলাশ, দ্বি-মাসিক উচ্ছ্বাস-এর সম্পাদক ও প্রকাশক হাফিজুর রহমান হৃদয়, ত্রৈমাসিক সৃষ্টির সন্ধানে’র সম্পাদক মাহমুদুল হাসান খোকন, কবি ও ছড়াকার আশাদুজ্জামান আশা, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম, জিয়াউর রহমানসহ আরও অনেকে।
পরে কবি ও গল্পকারদের গুনী সম্মাননা দেয়া হয় এবং শেষে ধরলা তীরের কাশফুল সাহিত্যপাতার মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.