কুড়িগ্রামে অর্ধশত নবজাতকের বাড়িতে গাছের চারা রোপন

কুড়িগ্রাম প্রতিনিধি: ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশুদ্ধ বাতাস ও গাছ লাগানোয় আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দ্বিতীয় ধাপে ৫০ জন নবজাতক কে দুটি করে ফলজ গাছেরর চারা উপহার দিল সবুজ আভার তরুণরা। আজ শুক্রবার (৯ অক্টোবর ২০২০) সকালে লোকসমাগম না করে উপজেলার কবিরমামুদ গ্রামে বাড়ি বাড়ি গিয়ে গাছের চারা পৌঁছে দেন ‘গ্রীন অররা’ সংগঠনের সদস্যরা।

সবুজ আভার তরুনদের সাধুবাদ জানিয়ে ফুলবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল বলেন, আমাদের সমাজে তরুণদের অনেক অবদান রাখতে হবে। তাদের এমন কাজ সত্যিই প্রসংশনীয়। এসময় ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য শাহাআলম মিয়া সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গ্রীন অররার কার্যকরী সদস্য আরিফুল ইসলাম বলেন, বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কমাতে গাছ লাগানোর বিকল্প নেই। দিনদিন শিশুদের বায়ুবাহিত রোগের হার বেড়েই চলছে। শিশুদের পিতামাতাকে গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে জানাই আমরা। বৃক্ষরোপণে আগ্রহী করতে প্রতিটি নবজাতক শিশুর বাড়ি বাড়ি গিয়ে আমরা দুইটি করে ফলজ বৃক্ষের চারা রোপন করে দিচ্ছি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.