কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ইয়াবাসহ একজন আটক 

 

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় ৭ শত ৬০ পিস ইয়াবাসহ শাহ জামাল (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল শুক্রবার (৩ এপ্রিল) রাত আনুমানিক ১১ টায় আর্ন্তজাতিক মেইন পিলার ১০৬৪/৪ এস এর নিকট চান্দার চর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি উপজেলার খাটিয়ামারী গ্রামের মৃত আবুবক্করের ছেলে।

জামালপুর (৩৫ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল এসএম আজাদ আটকের বিষয় নিশ্চিত করে বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গোপন তথ্যের মাধ্যমে বাংলাবাজার ক্যাম্পের নায়েব সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি টহল চান্দারচর এলাকায় অভিযান চালিয়ে শাহ জামাল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭শত ৬০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন, একটি হাতুড়ি উদ্ধার করা হয়। পরে রৌমারী থানায় মামলার মাধ্যমে হস্তান্তর করা হয়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলওয়ার হাসান ইনাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ইয়াবাসহ আটক (শাহ জামাল) ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.