কুড়িগ্রামের রৌমারীতে এক নারীকে হত্যার দায়ে একজনের ফাঁসির আদেশ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে লাইলী খাতুন নামে এক নারীকে হত্যার অভিযোগে আব্দুস সাত্তার নামে একজনের ফাসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ আদেশ দেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্রাহাম লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ৮ নভেম্বর বিকেলে রৌমারীর যাদুরচরে বিরোধপুর্ন জমিতে ধান কাটাকে কেন্দ্র করে সামছুল হকের স্ত্রী লাইলী খাতুনকে আব্দুস ছাত্তার ও তার সহযোগীরা লোহার সাবল দিয়ে আঘাত করে। পরে হাসপাতালে নেয়ার পর রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত লাইলী খাতুনের স্বামী সামছুল হক বাদী হয়ে রৌমারী থানায় আব্দুস ছাত্তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পিপি এ্যাডভোকেট আব্রাহাম লিংকন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন এ্যাডভোকেট আমির উদ্দিন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.