কুষ্টিয়ায় মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী দুই আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডাদেশ প্রাপ্ত আসামীরা হলেন:  দৌলতপুর উপজেলার আতারপাড়া চিলমারি গ্রামের মৃত আহাম্মদ হাওলাদারের ছেলে আলমগীর (৩৫), আকবর আলীর ছেলে সেলিম উদ্দিন (৪০), জাহাঙ্গীর হাওলাদারের ছেলে আজিম উদ্দিন, মসলেম খাঁর ছেলে সাইফুল এবং আজিজুল হাওলাদারের ছেলে সুফিয়ান।

এদের মধ্যে পলাতক আসামীরা হলেন: আজিম উদ্দিন, সাইফুল ও সুফিয়ান।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৫ জানুয়ারি সন্ধ্যায় ভারত-বাংলাদেশ সীমান্তের ম্যাপশিট নং ৭৮ডি/১২ এবং সাব পিলার নং ৮১/২ এর কাছে ফেনসিডিল পাচার করছিলেন দণ্ডাদেশপ্রাপ্তরা। বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে পালানোর সময় পাচারকারীরা ৫০২ বোতল ফেনসিডিল ফেলে যায়।

পরে স্থানীয়দের তথ্যমতে পাঁচ আসামীকে চিহ্নিত করে বিজিবি। এরপর উদ্ধারকৃত আলামতসহ ৫ জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় মামলা করা হয়। তদন্ত শেষে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.