কুষ্টিয়ার মিরপুরে দেবদত্তের ২ অপহরণকারী পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত।
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিথা গ্রামের স্কুলশিক্ষক পবিত্র দত্তের তৃতীয় শ্রেণি পড়ুয়া ছেলে দেবদত্তকে অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দুই অপহরণকারী পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।
আজ ভোর আনুমানিক সাড়ে চার ঘটিকার দিকে চিথলিয়া গ্রামের প্রবেশমুখ হাবাত গাড়ি ব্রিজের পাশে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে জুয়ার নামে এক অপহরণকারী নিহত হয় । জুয়ার চিথলিয়া ইউনিয়নের মালিথা গ্রামের আক্কাস সেক্রেটারির ছেলে ও চিথলিয়া ইউনিয়ন জাসদের সভাপতি মোহাম্মদ আলীর ভাতিজা বলে জানা গেছে।
অপরদিকে পার্শ্ববর্তী পাহাড়পুর ও গোপালপুর গ্রামে মাঠের মাঝে বন্দুকযুদ্ধের ঘটনায় নাঈম নামে আরো এক অপহরণকারী নিহত হয়েছে । নাঈম চিথলিয়া ইউনিয়নের মালিথা গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম বলেন, গতকাল সোমবার চিথলিয়া এলাকায় অপহরণের ১৮ দিন পর নয় বছরের শিশু দেবদত্তের হাত-পা বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ। এই ঘটনার পর থেকে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ ও মিরপুর থানা-পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করে। এরই মধ্যে চিথলিয়া ও পাহাড়পুর এলাকায় অপহরণকারীদের অবস্থানের খবর পেয়ে মঙ্গলবার ভোরে দুটি পৃথক অভিযান চালানো হয়। এ সময় গোলাগুলিতে অপহরণকারী চক্রের দুজন গুলিবিদ্ধ হন। পরে দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষনা করেন। নিহত দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তুল,গুলি ও রামদা উদ্ধার করেছে পুলিশ ৷ পৃথক বন্দুক যুদ্ধের ঘটনায় ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছে৷
উল্লেখ্য, ৫০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে স্কুল ছাত্র দেবদত্ত কে অপহরণের ১৮ দিন পর গতকাল সোমবার ওই হতভাগ্য দেবদত্তের অর্ধগলিত বস্তাবন্দী লাশ এই নাঈমের বাড়ির পরিত্যক্ত শৌচাগার থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.