কুষ্টিয়া মডেল থানা থেকে খোয়া যাওয়া ৩৭টি বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া মডেল থানা থেকে খোয়া যাওয়া ৩৭টি বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সেনাবাহিনীর সদস্যরা সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করেন।
৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুষ্টিয়া মডেল থানা ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় লুট করা হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।
কুষ্টিয়ার দায়িত্বরত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন লাম ইয়ানুল বলেন, ‘সাধারণ মানুষ সেনাবাহিনীকে অস্ত্র উদ্ধারে সহায়তা করছেন। তারা তথ্য দিচ্ছেন, অস্ত্র উদ্ধার করে জমা দিচ্ছেন। এর আগে বিভিন্ন স্থানে মডেল থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র ও গোলাবারুদ নির্ভয়ে সেনাবাহিনীর কাছে ফেরত দেওয়ার জন্য প্রচার চালানো হয়েছে।’
এ সময় পুলিশ সুপারের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক জুবায়ের উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ বুঝে নেন। তিনি বলেন, ‘অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর আহ্বান কাজে দিচ্ছে। তবে আরও কী পরিমাণ অস্ত্র মিসিং রয়েছে তা মিলিয়ে দেখে জানানো হবে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুষ্টিয়া প্রতিনিধি মো. আলাউদ্দিন হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.