কুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন চুয়েটের অধ্যাপক ড. হযরত আলী

খুলনা ব্যুরো: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী।
বৃহস্পতিবার ( ১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুয়েট আইন, ২০০৩-এর ১০ (১) ও ১০ (৩) ধারা অনুসারে এ নিয়োগ দেওয়া হয়েছে। নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা ও অন্যান্য বিধিসম্মত সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করবেন। এই নিয়োগ যেকোনো সময় বাতিলের এখতিয়ার রাষ্ট্রপতির রয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। শিক্ষার্থীরা উপাচার্য, প্রো-ভিসি এবং ডিএসডব্লিউর পদত্যাগ দাবি করেন। টানা দুই মাস আন্দোলন এবং আমরণ অনশনের পর গত ২৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় উপাচার্য ও প্রো-ভিসিকে অপসারণ করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.