BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুয়াশায় ভারতে একের পর এক বাস ট্রাক গাড়ির সংঘর্ষ

কুয়াশায় ভারতে একের পর এক বাস ট্রাক গাড়ির সংঘর্ষ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হরিয়ানায় ঘন কুয়াশার কারণে আলাদা কয়েকটি স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ অসংখ্য যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। (ভিডিও দেখতে ক্লিক করুন এখানে)

রবিবার সকালে হরিয়ানার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। দৃষ্টিসীমা অত্যন্ত কমে যাওয়ায় প্রথমে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এরপর পেছন থেকে আসা যানবাহনগুলো একের পর এক সামনে থাকা গাড়িকে ধাক্কা দিতে থাকে। এতে অল্প সময়ের মধ্যেই সেখানে দুর্ঘটনাকবলিত যানবাহনের বড় স্তূপ তৈরি হয়।

হরিয়ানার হিসার এলাকায় জাতীয় সড়ক ৫২তে সকাল প্রায় ৮টার দিকে একটি গাড়ির সঙ্গে দুটি বাসের সংঘর্ষ ঘটে। এরপর পেছন থেকে আসা অন্যান্য যানবাহন একটির সঙ্গে আরেকটির ধাক্কা খেতে থাকে।

সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। তবে এক মোটরসাইকেল চালক সামান্য আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে জাতীয় মহাসড়ক ৩৫২তে আরেকটি বড় দুর্ঘটনার ঘটনা ঘটে। সেখানে তিন থেকে চারটি বাস একে অপরকে ধাক্কা দেয়। এ ঘটনায় কয়েকজন আহত হন। পরে উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

অন্যদিকে রোহতাক এলাকায় ১৫২ ডি মহাসড়কের মোড়ে ৩০ থেকে ৪০টি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে একটি ট্রাক ও একটি গাড়ির সংঘর্ষ হয়। পরে পেছন থেকে আসা আরও গাড়ি একটির সঙ্গে আরেকটির ধাক্কা খেতে থাকে। এখানেও কয়েকজন আহত হয়েছেন এবং তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত কয়েকদিন ধরে হরিয়ানায় ঘন কুয়াশা ও তীব্র শীত বিরাজ করছে। এলাকাটিতে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?