কুয়াকাটাগামী পিকনিকের বাস খাদে পড়ে নিহত-১ আহত-২৫

বরগুনা প্রতিনিধি: জেলার আমতলী-কুয়াকাটা সড়কের ঘটখালিতে আজ শুক্রবার (১৮ আগস্ট) সকাল ৫টা ৩০ এর সময় নারায়ণগঞ্জ থেকে কুয়াকাটাগামী একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ইসলাম (৫২) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বিটিসি নিউজকে জানান, আমতলীর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। একমধ্যে একজন নিহত হন। বাকিরা আমতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের মধ্যে গুরুতর ইসলামকে বরিশাল শেবাচিম হাসপাতালে আনার পথে তিনি মারা যান বলে হাসপাতালের আরএমও ডা. ইরাম আহমেদ জানান।
আহত বাসের যাত্রীদের মধ্যে- পারুল (৫০), মেহেরুন নেছা ১৩), সেলিনা (৪৫), রায়হান (১৬), রবিউল (২৮), পারভেজ (৩০), পেরু (৬০), মিরাতুন (৮), ইমরান (৩১), ইমরান (৫৫), মঞ্জু (৪৫), মাহফুজা (১৭),  সৈকত (২৬), হাবিবা (১৮), দিনা (৫৫), মাহবুবা (৩০), পপি (৩০) সহ  মোট ২৫ জন আহত হয়েছেন।
ওসি জানান, নিহত ইসলাম নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার স্বল্পের চক গ্রামের সামসুদ্দিন বেপারীর ছেলে। বাসের চালক ও সহকারি পলাতক। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরগুনা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম শফিক। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.