কুমিল্লা বিসিক কারখানায় বিস্ফোরণ, আহত-৫

 কুমিল্লা ব্যুরো: কুমিল্লার বিসিক শিল্প নগরীতে একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
আজ বুধবার (০৭ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে বিসিকের বেঙ্গল ড্রাগস অ্যান্ড কেমিক্যাল ওয়ার্কস নামের কারখানাটিতে এ বিস্ফোরণ ঘটে।
কারখানার প্ল্যান্ট ম্যানেজার সুমন চন্দ্র দত্ত বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আহত ব্যক্তিরা হলেন- কারখানার কর্মী আলামিন ও সন্ধ্যা রানী এবং ক্লিনার শামিমা আক্তার। অপর দুই জনের নাম জানা যায়নি।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, কারখানার তিনতলা ভবনের দোতলায় এই বিস্ফোরণটি হয়। খবর পেয়ে সেখানে গিয়ে দোতলা থেকে উদ্ধার করা হয় আহতদের। তারা মূলত বিস্ফোরণে ভেঙে পড়া দেয়ালের ইট ও কাঁচের আঘাতে আহত হয়েছেন। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
কারখানার মালিকপক্ষের দাবি, এসির বিস্ফোরণ হয়েছে সেখানে। তবে বিস্ফোরণের পর ভবনের ক্ষতি ও দোতলায় মজুদ বিভিন্ন রাসায়নিক দেখে বিস্ফোরণের সম্ভাব্য সব কারণই খতিয়ে দেখা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.