কুমিল্লায় যাত্রীবাহী ট্রেন-পিকআপ সংঘর্ষে বগি লাইনচ্যুত, যোগাযোগ বিচ্ছিন্ন

 কুমিল্লা ব্যুরো: কুমিল্লায় চট্টগ্রাম অভিমুখী মহানগর যাত্রীবাহী ট্রেন ও পিকআপ ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মিনিপিকআপের সাথে ধাক্কা লেগে ট্রেনের মাঝামাঝি একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ফলে রাত ২টা থেকে ঢাকা-চট্রগ্রাম-সিলেট রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (২৮ আগস্ট) রাত ২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেল ওভার পাসের নীচে রেলগেইটে এ দুর্ঘটনা ঘটে। দুঘর্টনার পর রেলপথে ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজী বিটিসি নিউজকে জানান, দুঘর্টনায় তেমন কোন হতাহত হয়নি। ২ জন সামান্য আহত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে তারা এখন সুস্থ।
এদিকে, উদ্ধার কাজে আসা কুমিল্লা রেলওয়ে পথ বিভাগের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার বিটিসি নিউজকে জানান, দুঘর্টনা কবলিত ট্রেনটির মাঝের ৩টি বগি রেখে সামনের ৭টি বগি লাকসাম জংশনে এবং বাকী ৭টি কুমিল্লা রেলওয়ে স্টেশনে নেয়া হয়েছে। লাকসাম জংশন থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে।
রেলসূত্র জানায়, এ দুঘর্টনার কারণে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ হতে চট্টগ্রাম অভিমুখী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.