কুমিল্লায় ভুয়া ম্যাজিস্ট্রেটের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় মোতালেব হোসেন ভূঁইয়া নামের এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটকের পর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

এর আগেও জেলার দেবিদ্বারে একই পরিচয়ে প্রতারণার দায়ে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া রায়ে মোতালেব হোসেন ভূঁইয়া ৭ দিন সাজা খেটেছিল। লালমাই উপজেলার ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন বিটিসি নিউজকে জানান, ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা কালে ভুক্তভোগী ও স্থানীয় লোকজন মোতালেব হোসেন ভূঁইয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আজ বৃহস্পতিবার দুপুরে তাকে লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম ইয়াসির আরাফাতের কার্যালয়ে হাজির করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত মোতালেব হোসেন ভূঁইয়ার স্বীকারোক্তি এবং ভুক্তভোগী ও সাক্ষীসহ পুলিশের বক্তব্য শুনে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

দণ্ডপ্রাপ্ত ভুয়া ম্যাজিস্ট্রেট মোতালেব হোসেন ভূঁইয়া ও সফিক মিয়া ওরফে মনু মিয়াকে বিকালে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.