কুমিল্লায় চারজনকে কুপিয়ে হত্যা, ঘাতক গণপিটুনিতে নিহত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বার উপজেলায় সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামে আজ বুধাবার বেলা ১১টার দিকে চারজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে ওই হত্যাকারী পালিয়ে যেতে চাইলে এলাকাবাসী তাকে পিটিয়ে হত্যা করে।হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।

নিহতরা হলেন, রাধানগর গ্রামের মৃত শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫), তার ছেলে হানিফ (১৩), নরুল ইসলামের স্ত্রী নাজমা এবং মৃত আবদুল খালেকের স্ত্রী মাজেদা।হত্যাকারীর নাম মোখলেছুর রহমান। তিনি পেশায় রিকশাচালক। তার বাবা নাম মোরতুন আলী।

জানা যায়, মুকলেসুর রহমান বেলা ১১টার দিকে আনোয়ারা বেগমের বাড়িতে হামলা চালায়। পরে আনোয়ারা ও তার ছেলেকে কুপিয়ে হত্যা করেন। এই দৃশ্য দেখে পাশের বাড়ির নাজমা ও মাজেদা এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে হত্যা করেন মুকলেসুর রহমান। পরে হত্যাকারী পালিয়ে যেতে চাইলে এলাকাবাসী তাকে আটক করে। পরে তাকে পিটিয়ে হত্যা করে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনো জানা যায়নি। এ ঘটনায় একজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল গিয়েছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন এ তথ্য বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.