কুমিল্লায় আ. লীগ-বিএনপি’র ধাওয়া পাল্টাধাওয়া

কুমিল্লা ব্যুরো: কুমিল্লার তিতাসে আওয়ামী লীগের বাধার মুখে পণ্ড হয়েছে উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ কর্মসূচি। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। তিতাস উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বন্দরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি। পূর্ব নির্ধারিত কর্মসূচি আনুযায়ী সকাল ৭টা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে তিতাস উপজেলা সদরে আসতে থাকেন।
খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরসহ বিভিন্ন সড়কে অবস্থান নেন। এক পর্যায়ে সকাল সাড়ে ৮টার দিকে বিএনপি নেতারা বন্দরামপুর এলাকা থেকে মিছিল বের করলে আওয়ামী লীগ নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করেন। এ সময় উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষের নেতাদের দাবি এ ঘটনায় কেউ আহত হয়নি।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান বিটিসি নিউজকে বলেন, বিএনপি নেতাকর্মীরা জ্বালাও-পোড়াও আন্দোলনের ডাক দেয়। উপজেলা সদরে তাদের নেতাকর্মীরা জড়ো হওয়ার খবরে আমরা উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে অবস্থান নিই। এক পর্যায়ে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
এদিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন মোল্লা বিটিসি নিউজকে বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল বের করলে বন্দরামপুর এলাকায় বিপরীত দিক থেকে আওয়ামী লীগ পাল্টা মিছিল বের করে। এ সময় আমাদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া হয়। তবে এ ঘটনায় আমাদের কোনো নেতাকর্মী আহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, গণতান্ত্রীক দেশে আমাদের বাক স্বাধীনতা হরণ করেছে আওয়ামী লীগ। এই ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বিটিসি নিউজকে বলেন, বর্তমানে পরিস্থতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.