কুমিল্লার বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর ঢাকার

বিটিসি স্পোর্টস ডেস্ক: টসে হেরে ব্যাটিং করতে নেমেছিল মাহমুদউল্লাহর ঢাকা। প্রথমে ব্যাট করে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় ঢাকা। ঢাকার হয়ে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
কুমিল্লার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৭ রানেই প্রথম উইকেট হারায় মিনিস্টার ঢাকা। শাহজাদকে এলবিডব্লিউ করেন মুস্তাফিজ। তবে ইমরানউজ্জামানকে নিয়ে দারুণভাবে রানের চাকা সজাগ রাখেন গত ম্যাচে শতক করা তামিম ইকবাল। তবে তানভির ইসলামের বলে ৪৬ রানে আউট হন তামিম।
এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ নেমে ঝড়ো ইনিংস খেলেন। তুলে নেন অর্ধশতক। তার ৭০ রানের অপরাজিত ইনিংসটি সাজানো ছিল ৩ চার এবং ৪ ছক্কায়। অধিনায়ক মাহমুদউল্লাহ এবং তামিম বাদে কেউ ভাল ইনিংস খেলতে পারেননি।
কুমিল্লার হয়ে ২ উইকেট পেয়েছেন তানভির ইসলাম। এ ছাড়াও একটি করে উইকেট পেয়েছেন মুস্তাফিজ, শহিদুল ও করিম জানাত।
এর আগে আজ মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) মিনিস্টার ঢাকার বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। চট্টগ্রাম পর্বের শেষ দিনে কুমিল্লা তাদের আনবিটেন থাকার রেকর্ডটা ধরে রাখতে চায়। অপরদিকে ৫ ম্যাচে মাত্র দুই জয় পাওয়া ঢাকা আগের ম্যাচের মতো আবারও জয় পেতে চায়।
মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, শুভাগত হোম, রুবেল হোসেন, এবাদত হোসেন, ইমরানউজ্জামান, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), অ্যান্ড্রু রাসেল এবং কাইস আহমেদ।
কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস, ক্যামেরন ডেলপোর্ট, আরিফুল হক, শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোস্তাফিজুর রহমান ও করিম জানাত। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.