কুমিল্লা ব্যুরো: কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে ৬৮ লাখ টাকারও বেশি দামের অবৈধ ভারতীয় শাড়ি ও শালসহ একটি মিনি পিকআপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
এতে বলা হয়, বৃহস্পতিবার ভোররাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সীমান্তের প্রায় আট কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি মিনি পিকআপসহ ভারতীয় উন্নত মানের বিভিন্ন প্রকার শাড়ি ও শাল জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ৩৮ হাজার টাকা। উদ্ধারকৃত পণ্যগুলো পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

















