কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লা ব্যুরো: কুমিল্লার কোতোয়ালিতে ৫০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকা থেকে প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মিন্নতনগর এলাকার মো. ইব্রাহিম (৩৮)।
পুলিশ জানায়, সীমান্ত এলাকা থেকে একটি প্রাইভেটকার দিয়ে বিপুল পরিমাণ গাঁজা ঢাকায় নেয়া হচ্ছে— এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে এসআই ইকবাল হোসেন, এএসআই রাজিবুল আলম ও সঙ্গীয় ফোর্স প্রাইভেটকারটি আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে ব্যাকডালার মধ্যে রাখা ২৫টি ফোটলায় প্রতিটিতে ২ কেজি করে মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.