BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় মহাসড়কে বাস উল্টে নিহত-২, আহত-১০

কুমিল্লায় মহাসড়কে বাস উল্টে নিহত-২, আহত-১০

কুমিল্লা ব্যুরো: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস সড়কে উল্টে গেছে। এতে বাসটিতে থাকা দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর এলাকার মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪) এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরফকিরা এলাকার মৃত আবুল বাশারের ছেলে আরমান হোসেন (১৬)।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঢাকা পোস্টকে বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকায় ইউটার্নের সামনে হঠাৎ নিয়ন্ত্রণ হারায় চট্টগ্রামগামী যাত্রীবাহী স্টার লাইন বাসটি। এসময় বাসটি চট্টগ্রামমুখী লেন থেকে ইউটার্ন পার হয়ে ঢাকা মুখী লেনে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। আহত হন অন্তত ১০জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি রুহুল আমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটিকে উদ্ধার করে। দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তারা উভয়ে বাসটির যাত্রী ছিলেন। চালক বা হেলপারকে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ