কুমিল্লায় পুলিশের লুট হওয়া ২৮টি আগ্নেয়াস্ত্র, গুলি উদ্ধার

কুমিল্লা ব্যুরো: কুমিল্লার বিভিন্ন থানা থেকে লুট হওয়া ২৮টি আগ্নেয়াস্ত্র ও ৬৬৭ রাউন্ড গুলি, ১১টি খালি ম্যাগাজিন, কাতকড়া ও চাবি  উদ্ধার করছে আনসার-ভিডিপির সদস্যরা। অস্ত্র ও গুলিগুলো সেনাবাহিনীর উপস্থিতিতে কুমিল্লা পুলিশ লাইন্সে জমা দেওয়া হবে বলে জানা গেছে।
সোমবার সকালে কুমিল্লা আনসার-ভিডিপি আঞ্চলিক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার কমান্ড্যান্ট রাশেদুজ্জামান।
তিনি জানান, বিভিন্ন এলাকায় সচেতনতা কার্যক্রম চালিয়ে এবং পাওয়া তথ্যে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ড্রেনের ভেতর, বন-জঙ্গল থেকে এবং এলাকার মসজিদের মাইকে জানান দিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় এই কাজ অব্যাহত থাকবে।
আনসার জেলা অফিস সূত্র জানিয়েছে, গত পাঁচ আগস্ট কুমিল্লার বিভিন্ন থানা ও কুমিল্লা পুলিশ লাইনস থেকে অস্ত্র লুট হয়। পরে সরকারি নির্দেশনা মোতাবেক আনসার ভিডিপি সদস্যরা এসব অস্ত্র উদ্ধারে কাজ শুরু করে। কুমিল্লা জেলা অফিসের তত্ত্বাবধানে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.