কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য আটক

কুমিল্লা ব্যুরো: কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিনসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার (১ জুন) দিনগত রাতে কুমিল্লা সদর উপজেলার গোমতি নদীর বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সোহেল মোল্লা (৩০), একই গ্রামের মৃত জেহান উদ্দিনের ছেলে নেয়ামতুল (২৭), কুমিল্লা বরুড়া উপজেলার দেওড়া গ্রামের
হারুন মিয়া ছেলে বিল্লাল হোসেন (৩৪) এবং একই গ্রামের মইনুদ্দিনের ছেলে আল আমিন (২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর বেড়িবাঁধের ওপর ৮/১০ জন ডাকাত দলের সদস্য অটোরিকশা ও যাত্রীদের মালামাল ডাকাতি করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন খবরে অভিযানে নামে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া করে ৪ জনকে আটক করে পুলিশ।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ফিরোজ হোসেন বিটিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে তাদের আটক করে। এ সময় দেশীয় অস্ত্রসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.