কুবিতে ‘সাইড’ চাওয়াকে কেন্দ্র করে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি

কুমিল্লা ব্যুরো: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুম্মার নামাজের যাওয়ার পথে সাইড চাওয়াকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার (০৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী রায়হান আহমেদ নামাজে যাওয়ার সময় বঙ্গবন্ধু হল গেইটের সামনে আবাসিক শিক্ষার্থী সেলিম আহমেদকে সাইড দেওয়ার কথা বলে। এ সময় সেলিম আহমেদের কাধে ধাক্কা লাগে।
নামাজ শেষে এ নিয়ে সেলিম ও রায়হানের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা বলার এক পর্যায়ে সেলিম ও তার বন্ধু মাহবুব ও রায়হান একে অপরের প্রতি উত্তেজিত হয়ে উঠে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীসহ দুই হলের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ ঘটনায় মসজিদের সকল মুসল্লিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ দুই হলের ছাত্রলীগ নেতারা উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত করেন।
বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী সেলিম আহমেদ বলেন, ‘আমি আমার সিনিয়র ভাইয়ের সঙ্গে নামাজে যাচ্ছিলাম। এ সময় রায়হান এসে আমাকে ধাক্কা মারে এবং তুই বলে সম্মোধন করে। আমি রায়হানকে আগে থেকে চিনতাম না। পরে নামাজ শেষে রায়হান এসে আমাকে বলে তুই কে? আমাকে চিনোস।’
ধাক্কা দেয়ার বিষয় অস্বীকার করে কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী রায়হান আহমেদ বলেন, ‘আমি নামাজ পড়তে যাচ্ছিলাম। তারা তিন-চার জন রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিলো। আমি শুধু বলেছি একটু সাইড দেন নামাজে যাবো। এখানে ধাক্কা দেওয়ার মতো কোনো ঘটনা ঘটে নাই।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, ‘আমি নামাজ পড়ে বের হয়ে দেখি দুই হলের ছেলেদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমি তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দেই। পরবর্তীতে আমরা মীমাংসায় বসে সুষ্ঠু সমাধান করবো।’
এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘বিষয়টা জানতে পেরে আমরা প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। যেহেতু বিষয়টা সমাধান হয়ে গেছে, তারপরও আমরা এটা নিয়ে তাদের সঙ্গে কথা বলবো। আসলে নামাজের পর এমন ঘটনা মোটেও কাম্য নয়।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.